December 15, 2024

কখন যেন

LOKOGANDHAR ISSN : 2582-2705
Indigenous Art & Culture

শংকর কুশারী

সবার চোখের অলক্ষ্যে, সবার অজান্তে, 

কখন যেন মরে গেলো মেয়েটা 

মেয়েটা অমলকান্তি হতে চেয়েছিলো,

অমলকান্তির মতো রোদ্দুর হতে চেয়েছিলো । 

মেঘেদের সাথে লড়াই করে 

রোদ্দুর ছড়িয়ে দিতে চেয়েছিলো 

এই বন্ধ্যা জমির বুকে । 

রোদ্দুরে ভরিয়ে দিতে চেয়েছিলো 

আকাশের সুনীল ক্যানভাস ।

বাঁচতে চেয়েছিলো, বাঁচাতে চেয়েছিলো 

এই সবুজ পৃথিবীটাকে । 

লড়াই করতে করতে ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীরটা 

দুমড়ে মুচড়ে গেছিলো অসহ্য যন্ত্রণায়। 

প্রাণপণ লড়াইয়ের শেষে 

তার নিস্পন্দ শরীরটা পড়ে রইলো অনাদরে 

তার বড়ো সাধের সাধনাস্থলের এক কোনে । 

মরে গেলো মেয়েটা ।

সুদূর নীহারিকা মন্ডলের গোপন কুলুঙ্গিতে

থেকে গেলো শুধু শেষ কটা কথা …

“রাতের খাওয়াটা এবারে খেয়ে নাও মা, 

আর দেরি কোরো না .. বাপিকে বোলো 

সুগারের ওষুধটা যেন ভুলে না যায়” …

মেয়েটা,

আমাদের মেয়েটা শেষমেশ মরেই গেলো ।

এবং 

তার চিতাভস্ম থেকে জন্ম নিলো 

এক অবশ্যম্ভাবী অনাবিল অনন্ত দ্রোহকাল ।