নাই কেন আত্মগ্লানি?
প্রত্যয়ী মল্লিক
ভেবেছিলাম,
ঘরের মেয়ে করে আনবো তোমায়,
কিন্তু তাদের যে আজ ভারি বিপদ!
জানতো না সেই ছোট্ট মেয়েটি,
আত্মরক্ষাই একমাত্র সম্পদ।
লজ্জা, ঘৃণা, ভয়, প্রভৃতির
ঊর্ধ্বে তো মা ওরা!
অবোধ শিশু থেকে সবোধ বৃদ্ধা
সবাই যে ওদের ক্রীড়া!
ধর্ষণ আজ সেজেছে মাগো
আত্মহত্যার ছলে!
তাই কালের ঘরের কালী হয়ে
এসো তুমি যুগের বদলে।
ধর্ষকদের লোকাবে বলে
মত্ত হয়েছে মহারানী!
তিলোত্তমার বিচারহীনতায়
নাই কেন তার আত্মগ্লানি?